Breaking News

এ বার থালা-বাটি! নতুন ব্যবসা প্রিয়াঙ্কার, লঞ্চ করলেন হোমওয়্যার লাইন ‘সোনা হোম’

বিয়ের পর মার্কিন মুলুকের বাসিন্দা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি এমন একজন অভিনেত্রী যিনি তাঁর ভক্তদের চমকে দেওয়ার সুযোগ কখনও হাতছাড়া করেন না। আসলে, গত বছর বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছেন। নিউ ইয়র্কে ‘সোনা’ নামে নিজের এক রেস্তোরাঁ খুলেছিলেন তিনি। বিদেশের মাটিতে ভারতীয় খাবারের স্বাদ মেলে তাঁর এই রেস্তোরাঁয়।

চলতি বছর আরও এক নতুন উদ্যোগের কথা ঘোষণা করলেন দেশি গার্ল। মার্কিন যুক্তরাষ্ট্রে ‘সোনা হোম’ নামে একটি নতুন হোমওয়্যার লাইন চালু করলেন প্রিয়াঙ্কা। ‘সোনা হোম’য়ের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়িতে ভারতীয় ঐতিহ্যের একটি অংশ তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। কাজের জন্য এবং গায়ক-অভিনেতা নিক জোনাসকে বিয়ের পর বিদেশেই থাকতে শুরু করেন প্রিয়াঙ্কা। দ্বিতীয় বাড়ি তৈরি করা তাঁর পক্ষে কীভাবে চ্যালেঞ্জিং ছিল সেই সম্পর্কেও তিনি কথা বলেছেন।

অভিনেত্রী তথা উদ্যোগপতির প্রিয়াঙ্কার কথায়, ‘লঞ্চ ডে এসে গিয়েছে! আপনাদের সকলের সঙ্গে ‘সোনা হোম’-এর সঙ্গে পরিচয় করাতে পেরে আমি গর্বিত।’ সোনা হোমের সহ-প্রতিষ্ঠাতা মনীশ গোয়ালের সঙ্গে হোমওয়্যার লাইনের সামান্য ঝলক শেয়ার করেছেন দেশি গার্ল। প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁর এই হোমওয়্যার লাইনেও ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের ছোঁয়া রয়েছে। আরও পড়ুন: তরুণ পুলিশ অফিসার ও কিশোর দাবাড়ুুর গল্প, আসছে দেবাশীস-স্বস্তিকা জুটির ‘জনি বনি’

নতুন উদ্যোগ সম্পর্কে কথা বলতে গিয়ে প্রিয়াঙ্কা জানিয়েছেন, ‘ভারতে আমাদের সংস্কৃতির মধ্যে অন্যতম হল পরিবার, সম্প্রদায়, মানুষকে একত্রিত করছে এবং এটাই আমার কাছে সোনা হোমের নীতি।’

মনীশ বলেছেন, ‘আমরা চাই বিষয়টা মজাদার হোক, যখন আমরা কোনও পার্টি করি কিংবা একত্রিত হই। আমাদের বন্ধু বা পরিবারের সঙ্গে যখনই সময় কাটাবো সেইটা সংস্কৃতি এবং ঘরোয়া রাখতে চাই।’

আমেরিকায় বসবাস শুরুর পর অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে ভিডিয়োর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ভারত থেকে আমেরিকায় এসে একে নিজের দ্বিতীয় বাড়ি বানিয়েছি আমি। আমার যাত্রাপথে আরও এক পরিবার হয়েছে। প্রচুর বন্ধুবান্ধব হয়েছে। কিন্তু, সবসময় আমি নিজের মধ্যে ভারতবর্ষকে ধরে রেখেছি।’ নিজের নতুন উদ্যোগ নিয়ে বেশ উচ্ছ্বসিত দেশি গার্ল।

About Desk Five

Check Also

ঝগড়া করতে গিয়েই সাঁজির প্রেমে পড়েছে অর্জুন! ভুল বিয়ে ভেঙে এগিয়ে যাওয়ার বার্তা খড়কুটোতে! প্রশংসায় পঞ্চমুখ দর্শক

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছে খড়কুটো। যৌথ পরিবারের গল্প, সেই পরিবারের বিভিন্ন সদস্যদের …

Leave a Reply

Your email address will not be published.