Breaking News

হানিমুন থেকে ফিরে সোজা শাহরুখের বাহুডোরে নয়নতারা!

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত নাম নয়নতারা। খুব শীঘ্রই বলিউডে পদার্পন ঘটবে এই সুন্দরীর। সৌজন্য শাহরুখ খানের আসন্ন ছবি ‘জওয়ান’। পরিচালক অ্যাটলির এই ছবিতে কিং খানের নায়িকা তিনি। চলতি মাসেই বিয়ের পর্ব সেরেছেন নয়নতারা। হানিমুন থেকে ফিরে ফের কাজের জগতে অভিনেত্রী।

মুম্বইয়ে জোর কদমে চলছে ‘জওয়ান’-এর শ্যুটিং। আর মধুচন্দ্রিমা থেকে ফিরে সোজা শাহরুখের ছবির সেটে হাজির নায়িকা। সূত্রের খবর, শাহরুখ-সহ গোটা ইউনিট ‘জওয়ান’-এর লিডিং লেডি’কে সেটে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। আগামী কয়েক সপ্তাহ মায়ানগরীতেই শ্যুটিং সারবেন শাহরুখ।

জানা যাচ্ছে, জওয়ান ছবিতে ডবল রোলে থাকছেন শাহরুখ। একইসঙ্গে বাবা ও ছেলের ভূমিকায় দেখা যাবে তাঁকে। চলতি মাসের গোড়ার দিকেই আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা সেরেছেন বাদশা। আগামী বছরের ২রা জুন মুক্তি পাবে ‘জওয়ান’। এই ছবিতে থাকছেন সান্যা মালহোত্রা, প্রিয়া মাণি, সুনীল গ্রোভার এবং যোগী বাবুর মতো তারকারা।

সম্প্রতি পরিচালক ভিগনেশের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন নয়নতারা। সেই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন শাহরুখ খানও। নায়িকার বিয়ের ছবির হাইলাইট ছিল বাদশাহি উপস্থিতি।

About Desk Five

Check Also

‘আমার সব বান্ধবীর সঙ্গেই ভাই শুয়েছে’, অর্জুনকে নিয়ে বেঁফাস সোনম!

মুখে কোনও লাগাম নেই। ফের বেফাঁস সোনম কাপুর। বয়ফ্রেন্ড কিংবা স্বামী নয়, ভাই অর্জুন কাপুরের …

Leave a Reply

Your email address will not be published.