Breaking News

হট লুকে নজর কাড়লেন ‘তারক মেহতা’-র এই অভিনেত্রী

সব টিভির অন্যতম জনপ্রিয় সিরিয়াল হল ‘তারক মেহতা কা উল্টা চশমা’। এই সিরিয়ালের যাত্রাপথে বারবার পরিবর্তিত হয়েছে চরিত্ররা। কিন্তু কমেনি সিরিয়ালের জনপ্রিয়তা।

এই সিরিয়ালের অন্যতম চরিত্র হল বিড়ে মাস্টারের পরিবারের সদস্যরা। বিড়ে মাস্টারের মেয়ে সোনুর চরিত্রে বেশ কয়েকবার বদল হয়েছে অভিনেত্রী। তবে সকলের মধ্যে নজর কেড়েছিলেন নিধি ভানুশালী (Nidhi Bhanushali)।

মূলতঃ সোনুর শৈশবের চরিত্রে অভিনয় করেছেন নিধি। কিন্তু ধীরে ধীরে এগিয়েছে তারক মেহতার কাহিনী। গোকুলধাম সোসাইটির শিশুরা বড় হয়ে উঠেছে। যেতে শুরু করেছে কলেজে।

নিধির পরিবর্তে তাঁর চরিত্রে অভিনয় করছেন অন্য অভিনেত্রী। বর্তমানে নিধিও কিন্তু পা রেখেছেন টিনএজের দোরগোড়ায়। বদলে গিয়েছে তাঁর স্টাইল। সোনু বিড়েকে দেখা যেত ফ্রক পরে। কিন্তু নিধি এই মুহূর্তে হয়ে উঠেছেন স্টাইল আইকন।

About Desk Five

Check Also

‘আমার সব বান্ধবীর সঙ্গেই ভাই শুয়েছে’, অর্জুনকে নিয়ে বেঁফাস সোনম!

মুখে কোনও লাগাম নেই। ফের বেফাঁস সোনম কাপুর। বয়ফ্রেন্ড কিংবা স্বামী নয়, ভাই অর্জুন কাপুরের …

Leave a Reply

Your email address will not be published.